সংবাদ বিজ্ঞপ্তি

১৫ অক্টোবর, ২০২০ ২০:৫৩

বাদাঘাট ইউনিয়ন পরিষদে দেড়শত পরিবারে সুরক্ষাসামগ্রী বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদে জনস্বাস্থ্য, স্বাস্থ্যসচেতনতা, পরিষ্কার পরিছন্নতার লক্ষ্যে এলজিএসপির-৩ অর্থায়নে (২০১৯-২০ইং) দেড়শত পরিবারের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পরিষদ কার্যালয়ে সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল সার্জিক্যাল মাস্ক, সাবান, বিচিং পাউডার। এসময় বাদাঘাট ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম জন্মনিবন্ধনসহ পরিষদের বিভিন্ন বিষয়ে অবগত করে সকলে পরিষদের কাজে সহায়তা করার জন্য আহবান জানান।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, জাকির হোসেন, মনোয়ারা বেগম, জতিশ চন্দ্র সরকার, দেববত্র সরকার, শাহাদাত হোসেন দিপংকর, মন্টু কুমার সরকার, জহুরা বেগম, নিলীমা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।

আপনার মন্তব্য

আলোচিত