সংবাদ বিজ্ঞপ্তি

৩০ নভেম্বর, ২০২০ ১৭:২০

সিলেট চেম্বার’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ১২ ডিসেম্বর শুরু

উৎপাদনশীলতা ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং সান বিজনেস নেটওয়ার্ক (নিরাপদ খাদ্য ও পুষ্টি) বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা আগামী ১২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও নাসিব’র সহযোগিতায় আগামী ১২ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী “উৎপাদনশীলতা ও পণ্যের গুণগতমান বৃদ্ধি ও সান বিজনেস নেটওয়ার্ক (নিরাপদ খাদ্য ও পুষ্টি উন্নয়ন) বিষয়ক” এক প্রশিক্ষণ কর্মশালা চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এই প্রশিক্ষণ কর্মশালা শেষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। এতে অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি জমাপূর্বক নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

রেজিস্ট্রেশনের ০১৭৯৪৪৯৯৬৮৪, ০১৭১৩৮০৮৩৭৩, ০১৭১৭-২৭৯২২৯ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আপনার মন্তব্য

আলোচিত