সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২০ ২১:০৬

বৃহস্পতিবার থেকে শ্রাবণ প্রকাশনীর ‘বঙ্গবন্ধু ও বিজয় বই উৎসব’

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর প্রকাশিত ৩৪টি বই নিয়ে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শ্রাবণ প্রকাশনী শুরু করতে যাচ্ছে  ‘বঙ্গবন্ধু ও বিজয় বই উৎসব’।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী এই বই উৎসব।

রাজধানী ঢাকার পাঠক সমাবেশ কেন্দ্র -শাহবাগ-উত্তরা-গুলশান। বাতিঘর (বিশ্বসাহিত্য কেন্দ্র) ঢাকা, চট্টগ্রাম- সিলেট। বিদ্যাসাগর- রাজশাহী ও বেঙ্গল বই (ধানমন্ডি) ঢাকায় চলবে এই উৎসব। বই উৎসবে পাঠকেরা পাবেন ৩৫ শতাংশ ছাড়।

‘বঙ্গবন্ধু ও বিজয় বই উৎসব’-এই আয়োজন অনলাইনেও চলবে। 'রকমারি' অনলাইনও দেবে ৩৫ শতাংশ ছাড়।

শ্রাবণ প্রকাশনীর ৩৪টি বই কেনার জন্য ওয়েব পার্টনার হিসেবে রয়েছে 'বইঅনলাইনবিডিডটকম'।

আপনার মন্তব্য

আলোচিত