সংবাদ বিজ্ঞপ্তি

০২ জানুয়ারি, ২০২১ ২০:৫৬

করোনাকালে শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

করোনাকালে শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফ ও বন্ধ করা রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদ। শনিবার (২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমা জালালপুর বাজারে এই মানববন্ধন হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিন সুরমা উপজেলা সংসদের আহ্ববায়ক হাছান বক্ত চৌধুরী কাওছারের সভাপতিত্বে ও সদস্য মিজু আহমেদ কামরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, মহানগরের কোষাধ্যক্ষ মৌহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘করোনাকালে একটি কঠিন সময় পার করছে শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা না করেই বছরব্যাপী চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম। ফলে বাদ পড়েছে দেশের হাজার হাজার শিক্ষার্থী। এদিকে নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার টাকা জোগার করতে হিমশিম খাচ্ছেন অভিবাবকরা। তাই আমরা দাবি জানাই করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি মওকুফ করা হোক।’

বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার একদিকে দেশের মানুষের রুটি-রুজির ব্যবস্থা করতে পারছে না। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল বন্ধ করে দিয়েছে। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বন্ধ হওয়া পাটকল, চিনিকলগুলো খুলে দেওয়া হোক।’

আপনার মন্তব্য

আলোচিত