সংবাদ বিজ্ঞপ্তি

০১ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:০২

২২ বছরে দৈনিক যুগান্তর, সিলেটে র‌্যালি

দৈনিক যুগান্তরের ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার সিলেট কেক কাটা, র‌্যালির আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা র‌্যালি সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও কেক কাটার সময় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) এ এইচ এম মাহফুজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, এসএমপি অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান, র‌্যাব-৯ এর এএসপি মো. সামিউল আলম, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিম, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. খালেদ আহমদ, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, পুলিশ পরির্দশক মো. নাজমুল হাসান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক প্রত্যুষ তালুকদার, আশকার আমীন লস্কর রাব্বী, সৈয়দ রাসেল, মাইদুল রাসেল, অনিল পাল, ইউসুফ আলী, মিঠু দাস জয়, আনিস মাহমুদ, নুরুল ইসলাম, রনজিৎ সিংহ, শফি আহমদ, আলমগীর হোসেন ও জিকরুল ইসলাম।

আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি প্রভাষক সুমন রায়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, যীশু আচার্য্য, ইকবাল সাই সহ স্বজন সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত