সংবাদ বিজ্ঞপ্তি

১০ ফেব্রুয়ারি , ২০২১ ০১:২১

রেডিয়েন্ট ক্লাব সিলেটের সভাপতি ওলীউর ও সাধারণ সম্পাদক নাদিয়া

সোমবার সন্ধ্যায় রেডিয়েন্ট ক্লাব সিলেটের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হয়েছেন ওলীউর রহমান এবং সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নাদিয়া। সন্ধ্যা ৭ টায় ক্লাবের সকল সদস্যদের পরামর্শে এ কমিটি গঠিত হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন— সহ সভাপতি শেখ নাফিসা সুলতানা, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মেহেক, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক সুবর্ণা খানম লিমা,  অর্থ সম্পাদক উম্মে মাহজুজাহ্ রহমান নুহা, সহ অর্থ সম্পাদক শাহরিয়ার তাহসিন, প্রচার সম্পাদক সাফওয়ান আল ইসলাম মানবিক বিষয়ক সম্পাদক পূর্ণিমা দাস এবং মিডিয়া সম্পাদক এস এইচ সাকিল।

ক্লাবের নতুন সভাপতি বলেন, ‘বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ এক তীব্র নেশা। হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত। এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার। যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধ জয়ের, আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে। মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত-সহস্র তরুণ প্রাণ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা। ভাবিত হচ্ছে সমাজ। সুতরাং এ অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে হলে আমাদেরকে দলবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার ক্ষতিকারক দিক সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। আমি আশা রাখি রেডিয়েন্ট ক্লাবের সকল সদস্যরা মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।’

ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা এই ক্লাব গঠনের মাধ্যমে এই বার্তা সকলের কাছে পৌঁছাতে চাই, সুন্দর সবসময়ই সুন্দর। অসামাজিক যতো রীতিনীতি আছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক করবো।’

আপনার মন্তব্য

আলোচিত