তাহিরপুর প্রতিনিধি

০৫ জুন, ২০২১ ১৫:৫৪

তাহিরপুরে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২২জন খামারী অংশ গ্রহণ করেন।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখুঞ্জি।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রামেন্দ্র নারায়ণ বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মো. এনামুল হক, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, কৃষক লীগের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান খসরু, হুমায়ুন কবির, মো. রাসেল, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত