নবীগঞ্জ প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২১ ২২:২৭

নবীগঞ্জ পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

হবিগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল রাহেল চৌধুরীর উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে নবীগঞ্জ পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ফ্রি অক্সিজেন সেবা'র উদ্বোধন করা হয়।

সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ফ্রি অক্সিজেন সেবা'র উদ্বোধন করা হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

খয়রুল বশর চৌধুরী ও লোকমান আহমদ খাঁনের যৌথ পরিচালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) শাহ্ গোল আহমেদ কাজল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.আব্দুস সামদ, বাউশা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মো. আবু সিদ্দিক,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম প্রমুখ।

প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, করোনার সময় সবাইকে এগিয়ে আসতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির জন্য অক্সিজেন খুব প্রয়োজন। এ শোকের মাসে রাহেলর এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

পরে নবীগঞ্জ পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ২৮টি অক্সিজেন সিলিন্ডার স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত