সংবাদ বিজ্ঞপ্তি

১৭ নভেম্বর, ২০২১ ১২:৫৫

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

সিলেটের সাহেববাজারের খাদিমনগর ইউনিয়নে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এনে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন টিলাপাড়া এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২ টার সময় টিলাপাড়া রাস্তার মুখে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন করে  দিলদার হোসেন নামের যুবকের গ্রেপ্তারের দাবি জানান তারা। অভিযুক্ত দিলদার কানদিপাড়া গ্রামের জহির উদ্দিনের পুত্র।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা কোন দিনও ঘটেনি। তাই আমরা চাই এমন ন্যক্কারজনক ঘটনা যে ঘটিয়েছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে আমাদের এলাকার মানুষ ঐক্যবদ্ধ।’ তাই দুষ্কৃতকারী দিলদারকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

টিলাপাড়া জামাল দোকান এলাকায় অনুষ্ঠিত নিপীড়ন বিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সমাজসেবী মঈন উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন নাট্যকর্মী আব্দুল মালিক, ইমাম উদ্দিন, মুজিব আহমেদ, সুরমান আহমেদ তারেক, আহমেদ আব্দুল জব্বার, বাহার উদ্দিন,  মানবসেবা সভাপতি ছালা উদ্দিন ইমরান, সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, সাহেবের বাজার ছাত্র কল্যাণ সভাপতি ফাহিম আহমেদ, গুলজার হোসেন নাইম।

প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর বিকাল ৩ টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে তার শ্লীলতাহানির ঘটনা ঘটে। এর পর সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হলেও এখনো অভিযুক্ত দিলদারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত