সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০২১ ১৭:৪৪

সিলেটে স্পোর্টস নাইট অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার খেলোয়াড়বৃন্দ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তাদেরকে সম্মাননা দেয়া হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে স্পোর্টস নাইট ২০২১ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের সম্মুখ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কৃতি ক্রীড়াবিদদের মধ্যে সম্মাননা প্রদান করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কৃতি ক্রীড়াবিদদের মধ্যে সম্মাননা প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. নিশারুল আরিফ, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকারিয়া, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদ উদ্দিন, পিপিএম এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ।

স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

১৯২ জন কৃতি ক্রীড়াবিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তারপর সিলেট ক্রীড়াঙ্গনের যেসকল ক্রীড়াসংগঠক প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে শ্রদ্ধাস্বরূপ দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং স্ব স্ব ধর্ম অনুযায়ী মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত