সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৪৬

বিজয় দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেটের আলোচনা সভা

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি দেশের জনগণ স্ব স্ব অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করছে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকলকে কাজ করার আহবান জানান।

মাসুক উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদের সভাপতিত্বে ও প্রশিক্ষক মুন্নুজান ইসলামের সঞ্চালনায় অলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মহিলা সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল লতিফ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রুকসানা পারভীন, সদস্য সালমা বেগম, প্রশিক্ষক কর্মকর্তা শাহ মো. আলী আকরাম, প্রশিক্ষক সুফিয়া বেগম, বীনা আক্তার, অফিস সহকারী এনাম আহমদ, রাজ আহমদ, সুরমা আক্তার প্রমুখ। সভায় সংস্থার প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত