সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১ ২৩:২৪

দেশ থিয়েটার সিলেটের গীতিনাট্য ‘জনতার মুক্তি’ মঞ্চায়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে দেশ থিয়েটার সিলেটের উদ্যোগে বিশেষ গীতিনাট্য ‘জনতার মুক্তি’ পরিবেশন করা হয়েছে।

শুক্রবার রাত ৯টায় নাট্য মঞ্চায়ন করেন দেশ থিয়েটারের শিল্পীবৃন্দ। নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমেদ (দুর্জয়), সহকারী নির্দেশনায় ছিলেন মুরাদ আহমদ (ডিজে বাবু)।

নাটকে ১৯৭১ সালের পাকিস্তানীদের অত্যাচার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ও বাংলাদেশের বিজয় দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়।

নাটকের অভিনয়ে ছিলেন, রিপন, ইমন, অভি, রুমন, জয়, রুবেল, মাহিদা, ফওজিয়া, রাজু, রহিম, মাহিন, জুনেদ, জিসান, ইমন-২, রুমন-২।

আপনার মন্তব্য

আলোচিত