সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ২২:১৭

উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি: হাবিব এমপি

সিলেট -৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী করে দিয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের যোগ্যতানুসারে সরকারি চাকুরি পাওয়ার পাশাপাশি শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। সিলেট-৩ আসনের জনপ্রতিনিধি হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি স্থানে উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগণ সরকারি সুযোগসুবিধা ভোগ করতে সক্ষম হবেন।

তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক ও অভিভাবকদেরকে আরও যত্নবান হওয়ার আহবান জানান। এমপি হাবিব বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়েছ আহমদকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান।

হাবিবুর রহমান হাবিব এমপি রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর শাহ জালাল লতিফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক মল্লিক, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা তপন চন্দ্র পাল, শাহীন আহমদ, আহসান হাবিব পাবেল, জামাল আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহীন আলী, মদনমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক জাহিদ হাসান, কমিটির সদস্য শাহ মো. হাফিজুর রহমান, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরীফ আহমদ রাজা, ইউপি সদস্য ফজির আলী, বাবুল আহমদ, শফিক মিয়া, রাসেল আহমদ, নুরুল ইসলাম, জিন্দার আলী, আলী হোসেন, সুমন আহমদ, ক্বারী ওয়ারিছ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত