সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ২২:২৩

সোমবার সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক ব্যাডমিন্টনের ফাইনাল

সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃপ্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ৯টি খেলা সম্পন্ন হয়েছে।

রোববার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। রাত ১০টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

রোববার প্রথম রাউন্ডের খেলায় বিজয়ীরা হলেন- মঈন উদ্দিন ও শফিকুর রহমান জুটি, জামিল আহমদ ও নেহার রঞ্জন পুরকায়স্থ জুটি, শাহ্ দিদার আলম নবেল ও মোস্তাফিজ রুমান জুটি, সোহেল আহমদ পাপ্পু ও কাইয়ূম উল্লাস জুটি, এএইচ আরিফ ও আবু বকর জুটি, দিব্য জ্যোতি সী ও ছামির মাহমুদ জুটি, ওলিউর রহমান ও মৃণাল কান্তি দাশ জুটি, রেজওয়ান আহমদ ও রাশেদুল হাসান শোয়েব জুটি এবং অমিতা সিনতা ও মোকলেসুর রহমান জুটি।

খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সহ সভাপতি অচ্যূত ভট্টাচার্য্য অজিত, চৌকস ব্যাডমিন্টন একাডেমির কোচ মঞ্জুর আল মামুন।

দ্বিতীয় রাউন্ড
ম্যাচ-১ (দুপুর ১২.০০) : জামিল আহমদ-নেহার রঞ্জন পুরকায়স্থ জুটি বনাম ওলিউর রহমান-মৃণাল কান্তি দাশ জুটি।
ম্যাচ-২ (সকাল ১১.৩০) : শাহ্ দিদার আলম নবেল-মোস্তাফিজ রুমান জুটি বনাম অমিতা সিনহা-মোকলেছুর রহমান জুটি।
ম্যাচ-৩ : (বিকাল ৩.০০) রবি কিরণ সিংহ রাজেশ-আনোয়ার হোসেন জুটি বনাম রেজওয়ান আহমদ-রাশেদুল হাসান শোয়েব।
ম্যাচ-৪ (বিকাল ৫.০০) : শফিকুর রহমান চৌধুরী-মঈন উদ্দিন জুটি বনাম এক্সট্রা ওয়ান (ফরিদী-মনির বনাম আনন্দ-শিপু) বিজয়ী
ম্যাচ-৫ (বিকাল ৩.৩০) : সোহেল আহমদ পাপ্পু-কাইয়ুম উল্লাস জুটি বনাম দিব্য জ্যোতি সী-ছামির মাহমুদ জুটি।
ম্যাচ-৬ (বেলা ১.৩০) : এক্সট্রা-২ (আহাদ-সুজন বনাম মামুন-আলী আকবর) বিজয়ী বনাম এএইচ আরিফ-আবু বকর জুটি।

তৃতীয় রাউন্ড
ম্যাচ-৭ (সন্ধ্যা ৫.০০) : ম্যাচ-১ বিজয়ী বনাম ম্যাচ-৫ বিজয়ী
ম্যাচ-৮ (সন্ধ্যা ৬.০০: ম্যাচ-৬ বিজয়ী বনাম ম্যাচ-৩ বিজয়ী
ম্যাচ-৯ (সন্ধ্যা ৭.০০) : ম্যাচ-২ বিজয়ী বনাম ম্যাচ-৪ বিজয়ী

সেমি ফাইনাল
ম্যাচ-১০ (রাত ৮.৩০) : ম্যাচ-৮ বিজয়ী বনাম ম্যাচ-৯ বিজয়ী
ম্যাচ-১১ (রাত ৯.৩০) : ম্যাচ ৭ বিজয়ী বনাম ম্যাচ ১০ পরাজিত

ফাইনাল
ম্যাচ-১২ (রাত ১০.০০) : ম্যাচ-১০ বিজয়ী বনাম ম্যাচ-১১ বিজয়ী

আপনার মন্তব্য

আলোচিত