সিলেটটুডে ডেস্ক:

০৭ মার্চ, ২০২২ ২২:১৬

সিলেটে যুবদলের বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফলে প্রস্তুতি সভা

চাল, ডাল, পেঁয়াজ, তেল, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০ মার্চ জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও ১৩ মার্চ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সমাবেশকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের এক প্রস্তুতি সভা হয়েছে। সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক এবং জেলা সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সহ-সভাপতি আনছার উদ্দিন।

তিনি আগামী ১০ মার্চ যুবদলের সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ ও ১৩ মার্চ সিলেট জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, জেলা সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, এম.এ মতিন, জেলা সদস্য জুনেদ আহমদ, মহানগর সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য রায়হান আহমদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নুহেল, মহানগর সদস্য জামিল আহমদ, মির্জা সম্রাট, উসমান গণি, জেলা সদস্য মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, মহানগর সদস্য এস.এম পলাশ, ইসহাক আহমদ, জেলা সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা।

ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক আমিন আহমদ, ১১ নম্বর ওয়ার্ড আহ্বায়ক খালেদ আহমদ হোসাইন, ২৪ নম্বর ওয়ার্ড আহ্বায়ক নাজিম আাহমদ, ৫ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ, হাসান আহমদ রাসেল, আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক কাওছার খান, ২৩ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, ৯ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক রুম্মান আহমদ, ১৬ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মানিক খান।

আপনার মন্তব্য

আলোচিত