সংবাদ বিজ্ঞপ্তি:

১৮ এপ্রিল, ২০২২ ২০:২২

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গৃহে বন্দী করে রাখা হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে তাকে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে। জনগণ এখন এই ভয়াবহ দানবীয় সরকারের পতন দেখতে চায়। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

গত রোববার গোলাপগঞ্জে নিকাহ কমিউনিটি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার পূর্ব সভায় উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে অথচ সরকার মানুষের দুঃখ লাঘবে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনকল্যাণে বিশ্বাস করে না। সরকারের অপশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। তাই আমি বলতে চাই, সকলে রাজপথে নেমে আসুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রের পথচলাকে তরান্বিত করি।

সহ সভাপতি আশফাক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আলহাজ্ব ফরিদ উদ্দিন তকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্যে ৬ আসনের সাবেক সংসদ পদ প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেন, দেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে এই সরকার। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা তাদের নেতারা দুর্নীতিতে নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া আরও বক্তব রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক রেজাউল করিম আলো, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, উদ্দিন, সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ছালিক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক শাহজান আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক এনাম।

উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, কফিল আহমদ, পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক মাস্টার জয়নাল, সৈয়দ হাসান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সদস্য সায়াদ আহমদ, তারেক বারী এমি, যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ন আহ্বায়ক নিজামুল কাদির লিপন, আবুল কালাম খোকন, আশরাফুল মুবিন, পৌর বিএনপির সহ সাংগঠনিক বাবর আহমদ, উপজেলা কৃষকদের সভাপতি ফুরুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, ফুলবাড়ি ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতা, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক জয়নুল আবেদীন, পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক কামাল আহমদ, যুগ্ন আহ্বায়ক বাদল আহমদ, নেহাদ আহমদ, যুগ্ন আহ্বায়ক শাহনুর আহমদ, বাসিতুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, যুগ্ন আহ্বায়ক জাকারিয়া শাহজান, শিপু ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মতিউর রহমান মুমিন, যুবদল নেতা জামিল আহমদ, জিয়া আহমদ, আহাদ আহমদ, মিজান আহমদ, সালাহ উদ্দিন প্রমুখ।

ইফতার পূর্বে মোনাজাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত