সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০২২ ২১:০৯

সিলেটে বন্যা ক্ষতিগ্রস্ত ৫০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) সিলেট জোন এর পক্ষ থেকে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামঞ্জের ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, পরিচালক আফরোজা লায়লা ও উপ-পরিচালক আবু রিয়াদ খানের নির্দেশে দুটি জেলার ৫টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মধ্যে ৩০ লক্ষ্য টাকার খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

শুক্রবার সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তা এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বন্যার্ত অসহায় মানুষের মধ্যে এক যুগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে নগরীর পূর্ব শাপলাবাগের সিলেট শাখা অফিসে আয়োজিত খাদ্যসহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর সিলেট জোনের জোনাল ম্যানেজার তাজুল ইসলাম, সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার ফারুক আহম্মেদ, শাখা ব্যবস্থাপক মো. ইশরাম হোসেন, হিসাবরক্ষক পুলিন চন্দ্র, ক্রেডিট অফিসার আবুল হোসেন, আবুল কালাম ও মেহেদুল হাসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত