ডেস্ক রিপোর্ট

০১ জানুয়ারি, ২০১৬ ২১:১৫

'এইম ইন লাইফের' প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চার বছরে পা রাখল আসক্তি, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা কেন্দ্র ‘এইম ইন লাইফ। এ পর্যন্ত এ প্রতিষ্টানে শতাধিক মাদকসেবী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। তাদের অনেকেই কর্মক্স্রেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সিলেট নগরীর শাহজালাল উপশহরে ‘এইম ইন লাইফ’র কার্যালয়ে হাজির হয়েছিলেন প্রতিষ্ঠান থেকে সুস্থ হয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো শতাধিক মুক্তমণা মানুষ। তাদের পদচারণায় মূখরিত হয়ে ওঠে পুরো প্রতিষ্ঠান। সকাল থেকেই লোকজন ফুল নিয়ে আসেন প্রতিষ্টানে। প্রতিষ্টানের কর্ণধার সৈয়দ খিজির হোসেন এ সময় তাদেরকে স্বাগত জানান।

দুপুরে এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকালে সকলের উপস্থিতে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মো. নোমান আহমদ, দুলাল আহমদ, সমাজকর্মী আসাদুর রহমান আসাদ, সৈয়দ সেজু আহমদ, রিংকু দাশ, শাহ আলম, জাবেদ আহমদ, আহাদুর রহমান আহাদ, মোস্তাক আহমদ, আওলাদ হোসেইন, দুলাল আহমদ রাজা, রাজা মিয়া, কবির আহমদ, হুমায়ুন আহমদ, ইমন আহমদ, জাবেদ আহমদ, একরাম আহমদ, মোশারফ হোসেন জাহিদ, জিহাদ, কাইয়ুম, জনি দে, এবাদুর রহমান পান্না প্রমুখ।

প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দ খিজির হোসেন জানান, তাদের প্রতিষ্ঠানের সবধরনের সুবিধা রয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুরস্কৃত হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত