জৈন্তাপুর প্রতিনিধি

২০ জুন, ২০২৩ ২২:৪৭

জৈন্তাপুর গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের মধ্যে গাছের চারা বিতরণ

"বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক (হরিপুর) ফতেপুর জৈন্তাপুর শাখার গ্রাহকদের মাঝে বনজ-ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় ব্যাংকের কার্যালয়ের সামনে গ্রাহকদের মাঝে ১১হাজার ৮শত গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন কালে গ্রামীণ ব্যাংক সিলেট যোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে ।

তিনি বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামীণ ব্যাংক সিলেট যোনাল অফিস এই বছর ৫২ লক্ষ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কাজ বাস্তবায়ন করেছি। গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় ১১ হাজার ৮ শত করে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ফতেপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, সেকেন্ড ম্যানেজার আব্দুল ওয়াহাব, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি শোয়েব উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত