ডেস্ক রিপোর্ট

০৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৫

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের কোমলমতি মেধাবী শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে দি ইসলামিক সোসাইটি (ইউকে) সিলেটের উদ্যোগে উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার এলাকার মোহাম্মদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক সোসাইটির সভাপতি মাওলানা মুফতি আলী হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবু তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক স্কুপের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল হক শাহীন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী, শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ ম কেন্দ্রিয় কমিটির মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান, সমাজকর্মী আজিজুর রহমান, শিক্ষক দরছ উদ্দিন, অ্যাডভোকেট ওয়ারিছ উদ্দিন, সমাজকর্মী কবির উদ্দিন, মিজানুর রহমান, সেলিম উদ্দিন, লুৎফুর রহমান, মুজাক্কির আহমদ, দিলোয়ার হোসেন, শওকত হোসেন জিম্মাদার, ছালিক মিয়া, রুস্তম আলী, আফজাল হোসাইন, আব্দুল কাইয়ূম, মৌলভী লুৎফুর রহমান, ইলিয়াছ হোসেন, মানিক মিয়া প্রমূখ।

সভায় সাংবাদিক আলী আছগর ইমনসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভায় অত্র অ লের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রদের মধ্যে উন্নতমানের জ্যাকেট ও ছাত্রীদের মধ্যে কাটিগান বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা দি ইসলামিক সোসাইটি (ইউকে) এর ভূয়সী প্রসংশা করে বলেন, জগন্নাথপুর উপজেলার সকল শীতার্ত মানুষের পাশে আর্ত মানবাতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রবাসী ও এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

এছাড়া দি ইসলামিক সোসাইটি (ইউকে) এর উদ্যোগে বিকেলে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকায় পৃথকভাবে অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একইভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

আপনার মন্তব্য

আলোচিত