সংবাদ বিজ্ঞপ্তি

৩০ মে, ২০২৪ ০১:১৬

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ‍্যাসোসিয়েশনেরকে সিসিক মেয়রের অভিনন্দন

সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ‍্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (২৯মে) রাতে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করের পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তায় মেয়র নবনির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য-গত ২৭মে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভার মাধ‍্যমে এ কমিটি গঠন হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন পরিচালক (অর্থ ও হিসাব, ভারপ্রাপ্ত) শমসের রাসেলকে আহবায়ক ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েলকে সদস্য সচিব মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক অঞ্জন দেবনাথ ( সহকারী রেজিস্ট্রার), যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম চৌধুরী (সহকারী কলেজ পরিদর্শক), যুগ্ম আহবায়ক মো.গোলাম সরওয়ার (সহকারী পরিচালক, প.উ.), যুগ্ম সদস্যসচিব খালেদা চৌধুরী (সেকশন অফিসার)।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন-আতিক শাহরিয়ার ধ্রুব (সেকশন অফিসার), মো. আশরাফুল ইসলাম হিমেল ( সেকশন অফিসার), সাজু ইবনে হান্নান খান (সেকশন অফিসার), আব্দুল মুনিম (প্রকিউরমেন্ট অফিসার), মো. মোশাররফ হোসেন (উপ-সহকারী প্রকৌশলী), রুহেল আলম (প্রশাসনিক কর্মকর্তা), মো. রাশেদুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), নাফিস ইমতিয়াজ (প্রশাসনিক কর্মকর্তা), গৌতম চন্দ্র দে (প্রশাসনিক কর্মকর্তা), মো. শফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), মো. তৌফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), কাজী মাসুদ (প্রশাসনিক কর্মকর্তা), মবরুর মিয়া (প্রশাসনিক কর্মকর্তা), বুলবুল এ কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), মো. রহমত আলী (প্রশাসনিক কর্মকর্তা), মো. আবু মুসা (প্রশাসনিক কর্মকর্তা), মুমিনুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা), তামান্না ফিরোজী (প্রশাসনিক কর্মকর্তা), দেবশ্রী রানী দাস (প্রশাসনিক কর্মকর্তা), আলী ফজল মো: কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), হালিমা বেগম (প্রশাসনিক কর্মকর্তা), এনি সরকার (প্রশাসনিক কর্মকর্তা), আসিফ আদনান আল হাদী (প্রশাসনিক কর্মকর্তা)।

আপনার মন্তব্য

আলোচিত