বড়লেখা প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৪ ০১:১৩

বড়লেখায় জামায়াতের শুকরানা সমাবেশ ও র‌্যালী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দ্বিতীয় দিন মৌলভীবাজারের বড়লেখায় শুকরানা সমাবেশ ও র‌্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এই শুকরানা সমাবেশ হয়। পরে পৌর শহরে র‌্যালী অনুষ্ঠিত হয়।

শুকরানা সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মু. এমাদুল ইসলাম।

বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, উপজেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল মুহাইমিন, কর্ম পরিষদ সদস্য আলিম উদ্দিন, ডা. কামাল উদ্দিন, মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল বাছিত, বর্ণি ইউনিয়ন জামায়াতের সভাপতি মুজিবুর রহমান, দাসেরবাজার ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি আব্দুল কাইয়ুম, তালিমপুর ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান, সুজানগর ইউনিয়ন সভাপতি সরফ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি লুতফুর রহমান, শিবিরের বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পশ্চিম সভাপতি কামরান হোসাইন, দক্ষিণ শাখা সভাপতি আব্দুর রহমান এবাদ, উত্তর সভাপতি জাবেদ আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক তুফাজ্জল হোসাইন, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ।

আপনার মন্তব্য

আলোচিত