সংবাদ বিজ্ঞপ্তি

০৭ মার্চ, ২০১৬ ০২:৪৪

ইউপি নির্বাচনে তৃনমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ হবে : শফি চৌধুরী

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রকৃত গণতান্ত্রিক দল। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের রাজনীতিতে বিশ্বাসী। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে চলমান ইউপি নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনের দাবীকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ সফল হতে দিবেনা।

তিনি রোববার (৬ মার্চ) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখলাকুল আম্বিয়া বাতিন এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে আলী আহমদ বলেন- বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকা সত্ত্বেও শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে বিএনপি ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করেছে। এই নির্বাচনে সর্বত্র ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনতার বিজয় ছিনিয়ে নেয়ার যে কোন ষড়যন্ত্র জাতি প্রতিহত করবে। ধানের শীষ বিজয় নিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

জালালপুরস্থ একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ছাত্রদল নেতা হাসান আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত কর্মী সভায় বক্তব্য রাখেন-দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ১ম যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম জয়দু, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলাই, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ ইদ্রিস আলী তুরন, এম. এ  শহীদ পংকী,ডা. মাহবুব আলম, আতাউল গনী বাবুল, আব্দুল হাই মাসুক, জিয়াউর রহমান সাজু, হাজী তমজীদ আলী, বেলাল আহমদ, একরাম আলী, মজেহর আলী, পারভেজ আহমদ, ইউনুছ আলী, বেলায়েত হোসেন, হাজী আব্দুল কাদির, শামসুল হক, লোকমান আলী, মহরম আলী, আব্দুল লতিফ দুদু মাষ্টার, লুৎফুর রহমান, মুক্তার আহমদ, নাম্বর আলী, ইয়াসির আলী, ইসমাইল আলী, সৈয়দ আব্দুল মতিন, শাহীন আহমদ শিকদার, ফয়সল আহমদ, ক্বারী আব্দুল মতিন, তানভীর আহমদ, সুলেমান আহমদ, হাজী ফিরোজ আলী, মঈনুল ইসলাম, আনোয়ার হোসেন মেম্বার, জয়নুল ইসলাম, তাজুল ইসলাম, আরমান আলী, সুন্দর আলী, লোকমান আহমদ, যুবদল নেতা সুন্দর আলী, বাহার উদ্দিন ছোটন, ছাত্রদল নেতা রায়হানুল হক, আতাউর রহমান, আরিফুর রহমান টিপু, আবদালে হাদী জনি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত