সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৬ ১৮:০৪

অবিলম্বে তারাপুর চা বাগান উদ্ধারের দাবি পূজা উদযাপন পরিষদের

সিলেটের প্রাচীন তারাপুর চাবাগান সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টের আপীল বিভাগের রায়কে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছে পূজা উদযাপন পরিষদ। এই রায় অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বিবৃতিদাতারা বলেন, এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপণ না করার জন্য। তারা দেবত্তোর সম্পত্তি রক্ষায় সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই রায়ের আলোকে দেশের সকল বেদখলকৃত দেবোত্তর সম্পত্তি উদ্ধারের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বিবৃতি দাতারা হলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিরাজ মানব চক্রবর্তী মানস, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা কমিটির সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দেব, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত