সংবাদ বিজ্ঞপ্তি

০২ এপ্রিল, ২০১৬ ১৯:৩০

শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে : কামরান

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শিক্ষার উন্নয়ন সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজ ব্যবস্থার উন্নয়ন ও শিশুদের মেধা বিকাশে সবাইকে সরকারের পাশাপাশি কাজ করে যেতে হবে। দেশের উন্নয়ন সমৃদ্ধি লক্ষে মাত্রা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।

শনিবার (২ এপ্রিল) শাহজালাল আইসিটি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাকীম এম এম অলিদ উদ্দিন খান এর সভাপতিত্বে ও শিক্ষক মতিউর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল’র ডি আর সি ইসমাঈল আলী বাচ্চু, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্ম বিভাগের প্রধান আবুল কাশেম, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রোমান।

স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ মুকিত।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালক শাহীন আহমদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, শফিউল আলম শফিক, আব্দুল মুনিম মুন, হাজী জামাল আহমদ, মহসিন আহমদ চৌধুরী, হাফেজ শরীফ উদ্দিন, আজিজুর রহমান, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সৈয়দ হেনা বেগম, ফয়সল আহমদ, রাসেল আহমদ, জিয়া উদ্দিন, বকুল হোসেন, আব্দুল মুমিন, নজরুল ইসলাম, মতিউর রহমান, তানভীর আহমেদ, শাহজাহান, কামরুল ইসলাম, মিলাদ খান, দেলোয়ার হোসেইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত