সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৬ ০০:৩৮

বৈশাখী চারুকলা উৎসব শুরু হচ্ছে আজ

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৫ টায় শুরু হতে যাচ্ছে বৈশাখি চারুকলা উৎসব।  ১৪ এপ্রিল পর্যন্ত রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে এ উৎসব চলবে।

উৎসবে প্রবীন চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্তের ৩য় একক চিত্রপ্রদর্শনী ‘দুঃখ করো না, বাঁচো’ এবং টানা দশ দিনব্যাপী বৈশাখি মেলা অনুষ্ঠিত হবে। উৎসবে অরবিন্দ দাস গুপ্তের চারুকলা বিষয়ক গ্রন্থ ‘চারুকলার সামাজিক ইতিবৃত্ত’র প্রকাশনা, তরুণ চিত্রশিল্পীদের গ্রুপ চিত্রপ্রদর্শনী ‘তারুণ্যের চিত্রকর্ম’, বিশেষ শিশুদের আঁকা ছবি নিয়ে ‘আমরা করবো জয়’ এবং প্রখ্যাত বাউল আবদুর রহমান ও তাঁর দলের পরিবেশনায় থাকবে ‘শাহ আবদুল করিমের গান’। এতে চারুকলা, হস্তশিল্প, কুটিরশিল্পসহ বিভিন্ন ধরণের লোকায়ত স্টল থাকবে।

উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা আর্ট কলেজের চারুকলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট চিত্রশিল্পী অলকেশ ঘোষ। উৎসবে জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ অধিদপ্তরের পরিচালক ড. সেলু বাসিত,  সিলেট এসএমপি’র উপ-কমিশনার রেজাউল করিম, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্যব্যাক্তিত্ব নিজামউদ্দীন লস্কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেদানন্দ ভট্রাচার্য। অনুষ্ঠান পরিচালনা করবেন শামসুল বাসিত শেরো।

আপনার মন্তব্য

আলোচিত