সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৬ ২১:০৯

উদীচী সিলেটের বর্ষবরণ অনুষ্ঠানমালা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ প্রতিবারের ন্যায় এবারো বাংলা নববর্ষ ১৪২৩ বরণ করে নেওয়ার জন্য নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

গত ৭ এপ্রিল জেলা সংসদের কার্যকরি কমিটির বর্ধিত সভায় বর্ষবরণের নানা আয়োজন চূড়ান্ত করা হয়। সভায় নববর্ষ উৎসবের আয়োজনে সরকারের সময় বেধে দেওয়ার তীব্র নিন্দা জানানো হয় এবং ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় সরকারের এ সিদ্ধান্ত সংস্কৃতি চর্চার উপর এক ধরনের আঘাত বলে বক্তারা বলেন। এবারের উদীচী বর্ষবরণ অনুষ্ঠান অন্যান্য বছরের মতো যথারীতি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর র‌্যালী এবং সাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আছে কবি কণ্ঠে কবিতা পাঠ, আলোচনা, নৃত্য, আবৃত্তি এবং নাটক।

উদীচী বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন নাট্যজন শমসের হোসেন, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, কবি একে শেরাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত