সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ২০:২২

বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে নগরীতে শান্তির শোভাযাত্রা

গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহা-পরিনির্বাণ-এ ত্রি-স্মৃতি বিজরিত মহা পূণ্যতীথি শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে শনিবার নগরীর আখালিয়া নয়াবাজার ব্রাক্ষণশাসন সিলেট বৌদ্ধ বিহারেও দিনব্যপী কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা।

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন। ১০টায় বুদ্ধপূজা, সংঘাদান, অষ্টপরিক্ষার দান, সমবেত প্রার্থনা ও দেশনা শ্রবন। ১১টায় মধ্যাহ্নভোজ, ভিক্ষুসংঘের পিন্ডদান। দুপুর ২টায় মঙ্গলাচরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা শ্রীমৎ দেবানন্দ মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার বিকালে নগরীতে শান্তির শোভাযাত্রা বের করছে সিলেট বৌদ্ধ সমিতি। শোভাযাত্রাটি নগরীর ক্বিনব্রীজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

সমাবেশে সিলেট বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীমৎ আয়ুপাল মহাথের, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি বাবু সাধন কুমার চাকমা, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজু বড়ুয়া, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক অরুণ বিকাশ চাকমা, যুগ্ম আহবায়ক জ্যোতিমিত্র বড়–য়া মিটুল, সদস্য সচিব শান্তি বিকাশ চাকমা, উৎপল বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, অমৃত চাকমা, দীলিপ বড়–য়া, বরণময় চাকমা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত