নিউজ ডেস্ক

৩০ জুলাই, ২০১৬ ১৮:২৩

সিলেটে ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরস্থ ২, ১১ ও ১৩নং ওয়ার্ডের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয়।

১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিজন দাসের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন দাসের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান বলেন, দেশ যখন শিক্ষায়, খাদ্যে, বাসস্থান, চিকিৎসায় সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ৭১ এর পরাজিত শত্রুরা ও বাংলার ঘষেটি বেগমরা ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে একের পর এক জঙ্গিবাদ সৃষ্টি করছে। বাংলার ছাত্র সমাজ তথা ছাত্রলীগ এই বাংলাদেশকে কখনও জঙ্গিবাদের ঘাটি হতে দেবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মঈনুল হক ইলিয়াছি দিনার, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক বিভাগীয় উপ সম্পাদক শহীদ আকিব অপু, সাবেক সদস্য মিটু মোহন দেব, এম এ রিয়াদ, শাহিন মিয়া, বিজিত চন্দ্র দাস, মোগলাবাজার থানা ছাত্রলীগের আহ্বায়ক নন্দন চন্দ্র পাল, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি দেব, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ সাফি।

অনুষ্ঠানে মদন মোহন কলেজ, বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলম বেগ, কামরুল ইসলাম সুমন, আমিনুল ইসলাম আমিন, মঞ্জু মহলদার, অর্জূন গৌড়, রাসেল আহমদ, সত্যজিৎ দাস, রাজেশ সরকার, সাব্বির আহমদ, লিমন কান্তি দে, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমদ, সাদিকুর রহমান, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ তালুকদার, ছায়াদ আকাশ তালুকদার, বিধান কৃষ্ণ রায়, মো. আলী রিয়াদ, মো. রুকন মিয়া, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি একে সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, মহি উদ্দিন রাসেল, দেবাশীষ তালুকদার, রাজীব আহমদ, মাসুম হোসেইন, জয় সমাদ্দার তন্ময়, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাউল আলম লিমন, রুয়েব আহমদ জুমন, সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় পাল রূপম, মো. ফরহাদ ওয়াহিদ, মো. নুরুল হক, মো. ইমরান হোসেন, নাহিদ আহমদ, মোহন তালুকদার মুন্না, তমাল দাস, জাকারিয়া আহমদ, সঞ্জয় তালুকদার, তানভীর আহমদ, সৈয়দ তাহের, তাহমিদ আহমদ, সুহান রানা, আবু হামজা মো. আফজল, নাঈম আহমদ, শুভ তরাত, মতিউর রহমান রাফি, রোবাইত আহমদ রাজ, সুব্রত দাস, রাহুল দে, সুহেল আহমদ, বিশাল দে উৎস, শ্রীধাম কর্মকার, সাদিকুর রহমান বদরুল, কবির আহমদ সাজু, মাহবুবুর রহমান রাসেল, শিহাব আহমদ, মারুফ আহমদ ইমন, তানভীর, সত্যজিত নাথ শিতল, অনিক কর্মকার, নিপু দে, জাকির, জসিম, রুমেল, রিপন, দিপরাজ, তপু কর, প্রিতম মিত্র প্রান্ত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত