প্রেস বিজ্ঞপ্তি

০৯ আগস্ট, ২০১৬ ২০:২৯

আদিবাসীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান সিসিআএসের

বিশ্ব আদিবাসী দিবসের সিসিআরএ’র মুক্ত আলোচনা

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৬ উপলক্ষে উন্নয়ন সংস্থা “সেন্টার ফর সিটিজেনস রাইটস এন্ড স্টাডিজ” (সিসিআরএস) উদ্যোগে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ”আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 ৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার স্থানীয় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে মুক্ত আলোচনার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেন্টার ফর সিটিজেন রাইটস এন্ড স্টাডিজ (সিসিআরএস) এর প্রধান নির্বাহী মোহাম্মদ আমিনুল ইসলাম। বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে আদিবাসীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সরকারে প্রতি জোর দেন।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, এথনিক কমিউনিটি একডো’র নির্বাহী লক্ষী কান্ত সিংহ, সাংবাদিক আহমদ সেলিম, সিলেট জেলা বারের এড. কবির আহমদ বাবর, কোয়ান্টাম ফাউন্ডেশন এর যাদব চন্দ্র দেব, ইঞ্জি. সাজু বড়ূয়া, সিসিআরএস এর পরিচালক ইঞ্জি. জামাল উদ্দিন, সিসিআরএস উপ নির্বাহী কামরুল ইসলাম জুয়েল, ইঞ্জি. মিফতাউজ্জামান ইমরান, মাজেদ আহমদ চৌধুরী, নাঈম চৌধুরী, ফাতেমা সুলতানা অন্যা, সুলতান মোঃ রাজু, ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন খান, রাহনুমা বেগম নার্গিস, শাহীন আহমদ, শাহান উদ্দিন, খয়রুল ইসলাম কামরুল, মাহমুদুল হাসান, সুয়েব আহমদ, রহিম উদ্দিন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত