সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ০০:৪৫

মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিভাগীয় কর্মশালা শুরু

"আমরা তারুণ্যের অহংকার হব মানবিকতার সংগ্রামে "- এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগের দুই দিন ব্যাপী বিভাগীয় কর্মশালা শুক্রবার মৌলভীবাজারস্থ বিএনএসবি চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে শুরু হয়েছে। বেলা ১১ টায় জাতীয় সংগীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

কর্মশালায় ছাত্র ইউনিয়ন মৌলভী বাজার জেলার সভাপতি কামরুল হাসান মিজু এর সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক মো: রইসুজ্জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকি আক্তার, সিলেট জেলার সভাপতি সপ্তর্ষি দাশ এবং শাবিপ্রবি সভাপতি স্বপন দেবনাথ।

প্রশিক্ষণের প্রথম দিনে "ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়ন" এই বিষয়ে আলোচনা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, আগস্ট ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মানবেন্দ্র দেব। দ্বিতীয় সেশনে "সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গীবাদ" নিয়ে আলোচনা করেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস।

সিলেট বিভাগের এই বিভাগীয় কর্মশালায় সকল জেলা এবং উপজেলা ইউনিট  অংশগ্রহণ করে।

উল্লেখ্য, শনিবার সকাল ১০টা থেকে কর্মশালার দ্বিতীয় এবং সমাপনী দিনের কার্যক্রম শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত