সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৬

গোলাপগঞ্জের বিভিন্ন স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধি সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা আল- এমদাদ ডিগ্রি কলেজ, চন্দরপুর আল- এমদাদ উচ্চ বিদ্যালয়, পনাইনারচক উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার উক্ত সমাবেশ আয়োজনগুলোতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর বিশেষ প্রতিনিধি, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন। এ সময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নাম নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস করছে তারা ইসলামের শক্র। এই ধরনের ব্যাধি থেকে জাতি কে রক্ষা করতে আলিম ওলামা, শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রী গণসচেতনতা গড়ে তুলতে সবাই এগিয়ে আসতে হবে।

সমাবেশসমূহে বক্তব্য রাখেন, আল এমদাদ ডিগ্রি কলেজের সভাপতি মনজুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুল হক, পনাইরচক উচ্চ বিদ্যালয় শরিফগঞ্জের সভাপতি লুৎফুর রহমান লুতি, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের এজিএস মনসুর আহমদ, বাদেপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলিম বাবলু, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জে, আলম, ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নাসিরুল ইসলাম মনজু, চন্দরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক উদ্দিন, কালিডহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, হেলাল উদ্দিন, এনামুল হক, জহিরুল ইসলাম, আল এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম, মাওলানা রশিদ আহমদ, নরুল ইসলাম, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, মোস্তাক আহমদ, রেহান উদ্দিন শিক্ষক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম কালা, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আয়াছ আহমদ, ছাত্রলীগ নেতা, খায়রুল ইসলাম, ইশান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত