সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১০

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবী

কুখ্যাত রাজাকার, মানবতাবিরোধী অপরাধী বদর নেতা মীর কাসেল আলীর ফাঁসি কার্যকরের পর তার মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

শনিবার (৩রা সেপ্টেম্বর) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, নাৎসি যুদ্ধাপরাধী এরিকপ্রিক ও রুডলফের মতন বাংলাদেশের অভিশাপ মানবতাবিরোধী অপরাধী ঘৃণ্য ব্যক্তি মীর কাসেম আলীর ফাঁসির পর মরদেহ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া সরকারের দ্বায়িত্ব ও কর্তব্য।

অন্যান্য যুদ্ধাপরাধীদের মরদেহ বাংলার মাটিতে দাফন করায় তার সমালোচনা করে তিঁনি আরও বলেন, মীর কাসেম আলীদের মতন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও মানবতাবিরোধী অপরাধীদের বাংলার মাটিতে পুলিশি প্রটোকলে দাফন করা স্বাধীনতার সপক্ষের সরকারের চরম ভুল যা ভবিষ্যতে তার চরম মুল্য দিতে হতে পারে।

পাকিস্তান তাদের পেয়ারে সন্তান মীর কাসেম আলীকে নিতে না চাইলে বাংলার মাটিকে পবিত্র রাখার জন্য তার মরদেহ সাগরের ফেলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বোয়াফ প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময়।

আপনার মন্তব্য

আলোচিত