সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৬

সিলেটে তৃণমূল পর্যায়ে তায়কোয়ানডো প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ‘‘তৃণমূল পর্যায়ে তায়কোয়ানডো প্রশিক্ষণ কর্মসূচি-২০১৬" এর শুভ উদ্বোধন মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ৫ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন হতে আগত প্রধান প্রশিক্ষক মো. পলাশ মিয়া ও মহিলা প্রশিক্ষক মনিরা, সহকারী প্রশিক্ষক সিলেটের মো. নুরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচীতে ৬৩ জন ছেলে ও ৩৭ জন মেয়ে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচী ৫ অক্টোবর ২০১৬ পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য

আলোচিত