সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৬ ২০:২৫

বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে সদর উপজেলাবাসী

নার্গিসের উপর নৃশংস হামলা

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বাসিন্দা, সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস হামলার ঘটনায় রাস্তায় নেমেছেন সদর উপজেলাবাসী। বুধবার সকালে সদর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন।

মানববন্ধনে সদর উপজেলার দলমত নির্বিশেষে সকল মানুষ এসে দাঁড়ান এ কাতারে। সবার একটাই দাবি, ছাত্রনামধারী কুলাঙ্গার, নৃশংস-বর্বোরোচিত হামলাকারী নরপশু বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সেই সাথে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে মামলার দ্রুত নিষ্পত্তিরও দাবি জানানো হয়। মানববন্ধন শেষে আগামী শনিবার বিকাল ৩টায় শহরতলির তেমুখি পয়েন্টে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়।

সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, সিলেটের সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক ইকরামুল কবির ইকু, অধ্যাপক কমর উদ্দিন, সিলেট মহানগর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, সাংবাদিক ইকবাল মাহমুদ, সাংবাদিক নুর আহমদ, সাংবাদিক মো. ওলিউর রহমান, মাওলানা রুহুল আমিন নগরী, ছাত্রনেতা হেলাল আহমদ মাসুম, মিজানুর রহমান রুমন, দিলওয়ার হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান সাদি। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- খাদিজা আক্তার নার্গিসের চাচা বাবুল মিয়া।

মানববন্ধনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন- সন্ত্রাসী-কুলাঙ্গারদের কোন দলীয় পরিচয় হতে পারে না। এরা অপরাধী। নার্গিসের উপর নৃশংস হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। এছাড়া তিনি নার্গিসের পরিবারের প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, শ্রমিক নেতা ফরিদ উদ্দিন, কাজি জুনাইদ আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা উস্তার আলী, মিল্লাত হোসেন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় তালামীযের সহ-সভাপতি শরিফ উদ্দিন, সোহায়িল আহমদ তালুকদার, মুহিত আলম শফিক, আমিন উদ্দিন, শহিদ আহমদ কবির, মুয়াজ্জিন হোসাইন, মুজাহিদ উদ্দিন, যুবনেতা আব্দুল খালিক, তেমুখি ব্যবসায়ী সমিতির সভাপতি মাশুক মিয়া, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সাংবাদিক এম রহমান ফারুক, সোহেল আহমদ, রেজা রুবেল, ফুল মিয়া, ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, আব্দুল আহাদ লিমন, ফুটবলার জামিল আহমদ, ছাত্রনেতা ফয়সল আহমদ, সেলিম আহমদ, কুতুব উদ্দিন, সোহেল আহমদ, তাজ উদ্দিন, আব্দুল কাদির, লয়লুছ আহমদ, জুবের আহমদ সুমন, এসকে শাহিন, আল আমিন, আনোয়ার হোসাইন, আলাই মিয়া প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত