সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৬ ২১:৪৯

ওসমানী স্মৃতি পরিষদের সভা অনুষ্ঠিত

ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা শনিবার (২৯ অক্টোবর) রাতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে অনুষ্ঠিত হয়।

সমাজসেবী ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেন চৌধুরীকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও খালেদ জাহান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২০১৬-১৮ সেশনের ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুস সত্তার মামুন, আতাউর রহমান কাচা মিয়া, ফাহিম বকস লিপু, ফখলুল ইসলাম শান্ত, খালেদ জাহান চৌধুরী, ফরহাদ আহম্মদ, আক্তার রশিদ, এম. রহমান, বি.কে বিধান, আমির হোসেন সাগর, আবুল বসর, কামরুল চৌধুরী, আশিকুজ্জামান আশিক, মাসুম, জাহাঙ্গীর আলম, তারেক আহম্মদ বিলাস, আবুল মোতায়াল্লী ফলিক, এম.জে.কে শাহজাহান।
 
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর সঠিক ইতিহাস জানাতে হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওসমানী জীবনী তুলে ধরতে হবে। বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর আদর্শকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত