সংবাদ বিজ্ঞপ্তি

১০ নভেম্বর, ২০১৬ ১৫:৫১

‘লাশ নয়, বাপ-দাদার সম্পত্তি ফেরত চাই’

'লাশ নয়, বাপ-দাদার সম্পত্তি ফেরত চাই'- দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১.০০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি  পরিমল মাহাতো। বেরোবি কমিটির সদস্য যুগেশ ত্রিপুরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাবি কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান, বেরোবি কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব মাহাতো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সরকার, বাসদ রংপুর জেলা সমন্বয়কারী আবুল কুদ্দুস, জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, কমিউনিস্ট পার্টির রংপুর মহানগর সভাপতি দেবদাস ঘোষ দেবু, বাংলাদেশ ছাত্র মৈত্রী রংপুর জেলা সভাপতি এস এম শহীদুল্লাহ কায়সার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সংগঠক প্রহল্লাদ রায় ও আদিবাসী নারী নেত্রী পুতুল কুজুর।।

বক্তারা বলেন, গত ৬ নভেম্বর সন্ধ্যায় পুড়িয়ে দেওয়া হয় বাগদার্ফামে বসবাসরত আদিবাসী গ্রাম। আদিবাসী  পরিবারগুলোকে উচ্ছেদ করার সময় পুলিশের গুলিতে নিহত হন শ্যামল হেমব্রম মঙ্গল মার্ডি। আহত হন আরও অনেকে। এখনো তিন জন নিখোঁজ রয়েছেন। আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে, উচ্ছেদ করেই থেমে থাকেনি ভূমিদস্যূরা। পরদিন সকালে অর্থাৎ ৭ নভেম্বরেও চালিয়েছে লুটপাট। আদিবাসীদের ঘরের চালের টিন, হাঁড়ি-পাতিল, গবাদিপশু, হাঁস-মুরগি, জামাকাপড় কিছুই বাদ যায়নি। আদিবাসীরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু হাতে তাদের হাতকড়া লাগানো।

সমাবেশে বক্তারা গোবিন্দগঞ্জের বাগদাফার্মে হামলা চালিয়ে আদিবাসী হত্যা, উচ্ছেদ, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি, গৃহহীন আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদিবাসীদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি ফেরত দেয়ার দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত