নিউজ ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ১৯:৫৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান

ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনারের (ভূমি) পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান।

রোববার রাতে সিলেটের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ। সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফ’র বাংলাদেশ প্রধান এডওয়ার্ড বিগ বিভার, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান প্রমুখ।

শেখ হাফিজুর রহমান এই পুরস্কার প্রাপ্তিকে সম্মিলিত কাজের ফল হিসেবে উল্লেখ করে বলেন,‘আমি মনে করি ভূমি সংক্রান্ত জ্ঞান মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে সচেতনতা বাড়বে এবং মানুষ এ নিয়ে আর ভোগান্তিতে পড়বে না।

আপনার মন্তব্য

আলোচিত