সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৯

রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আয়নাল, সামছুল ইসলাম মানিক, সদস্য মো. সেলিম আহমদ, বাদল আহমদ, হারিছ আহমদ, সোহেল আহমদ, লিটন আহমদ, সিলেট ঢাকা মিতালী মিনি বাস শ্রমিক উপ কমিটির সভাপতি ইলিয়াছ আলী, সহ সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মো. সাজ উদ্দিন, সহ সম্পাদক রমজান, সদস্য মো. রিয়াজ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বার্মায় রোহিঙ্গাদের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছে। মায়ানমারের বর্বর সরকার তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। হত্যা করছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদের। ধর্ষণ করে কলঙ্কিত করছে অসংখ্য মা-বোনদের। বিধবা করছে হাজারো নারীদের। সন্তানহারা করছে অসংখ্য মাকে। রোহিঙ্গাদের আহাজারিতে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে।

 

আপনার মন্তব্য

আলোচিত