সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:৫০

‘হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে’

শুক্রবার বিকেলে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় সিলেটের পরিবেশ কর্মীরা জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ট্রাইব্যুনাল কলকাতার (অব:) বিচারপতি দুর্গা দাস পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বণ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম, এমসি কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকার।

বক্তারা বলেন, হাওরগুলো জীববৈচিত্রের আঁধার। একি সাথে হাওরের প্রাণ বৈচিত্র পরিবেশ বান্ধব পর্যটনকে আকৃষ্ট করছে। বক্তারা অভিযোগ করেন আমরা নিজেদের স্বার্থে পশু পাখি কিংবা বৃক্ষ নিধন করছি। নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে এসব বোবা প্রাণীদের জাতকেই আমরা সমূলে ধবংশ করছি। এতে নষ্ট হচ্ছে শান্তি শৃঙ্খল, প্রকৃতি হচ্ছে ভারসাম্যহীন। দীর্ঘমেয়াদে আমরাই ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং আমাদের নিজেদের স্বার্থেই আমাদের জীব বৈচিত্র রক্ষা করতে হবে।

 এসময় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন আব্দুস সোবহান আকঞ্জি, ফয়ছল রাজা চৌধুরী, কবির হাসান চৌধুরী, মুক্তি লষ্কর, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু তাহের, মানিক মিয়া, গোলাম সারওয়ার, আব্দুল মতিন, রওশন জালাল কুরেশী, আসাদ জাহান, সজীব আহমদ, এমদাদুল হক মিলন, শওকত হাসান আকঞ্জি, বিদ্যুৎ পাল, নার্জেল হোসেন, সুরঞ্জিত তালুকদার, স্বদেশ পাল, গোলাম মোস্তফা, জুয়েল, অপু প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত