সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৪

শাবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামসুল হুদা আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামসুল হুদা আর নেই।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় সিলেট নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে নামাজের জানাজা শেষে মাজার সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, প্রফেসর শামসুল হুদা ১৯৩৭ সালের ৩০ আগস্ট বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা আবদুল মান্নান কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। ১৯৬৫ সালে রংপুর সরকারি কলেজে শিক্ষকতার মাধ্যমে প্রফেসর শামসুল হুদার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি খুলনা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। মরহুমের কনিষ্ঠ জামাতা সাবেক প্রধান মন্ত্রীর সহকারী প্রেসসচিব মুশফিকুল ফজল আনসারি।

আপনার মন্তব্য

আলোচিত