সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:০৯

সিলেট প্রেসক্লাবের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় তালিকাভুক্তির সময় বৃদ্ধি

ফাইল ছবি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাম তালিকাভুক্তির সময় বাড়ানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ২টার মধ্যে ক্লাব ভবনে এসে নাম তালিকাভুক্ত করতে পারবে। ১৯ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব ভবনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
প্লে-থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপ, চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপ ও অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘গ’ গ্রুপ।
 
প্রতিযোগিতার বিষয় ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গ্রামবাংলা।’

প্রতিযোগিতার দিন শুধুমাত্র আর্ট পেপার সরবরাহ করা হবে। ছবি আঁকার অন্যান্য সামগ্রী প্রতিযোগীদেরই নিয়ে আসতে হবে। সাথে আনতে হবে বিদ্যালয়ের পরিচয়পত্র।

আপনার মন্তব্য

আলোচিত