সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৭ ১৭:২৪

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, সিলেট বিভাগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন উদযাপন এবং তাঁর স্মৃতি ও জীবন দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়।

আলোচনা সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তাঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জাতীর এখন ঋণ পরিশোধ করার সময়। বঙ্গবন্ধুর জন্য ও প্রতিটি জেলায় বঙ্গবন্ধু পাঠাগার ও বঙ্গবন্ধু কর্নার তুলে গড়ে তোলার জন্য আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সভাপতি ডা. এস.এম বাদশা মিয়া, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ডা. মোস্তফা জামান, সিওমেকের অধ্যক্ষ জনাব ড. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. খায়রুজ্জামান, সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুল হক হাজারী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ মো. সেলিম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, সিলেট বিভাগ।

আপনার মন্তব্য

আলোচিত