সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৭ ২০:৩৮

উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে ই-জিপি কার্যক্রমের বিকল্প নেই : লুৎফুর রহমান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে ই-জিপি কার্যক্রমের বিকল্প নেই। এ প্রক্রিয়ায় দরপত্র কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। পূর্বে দরপত্র নিয়ে নানারকম অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হতো। ই-জিপি প্রক্রিয়ায় এরকম ঘটনার বিলুপ্তি ঘটবে।

তিনি সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ই-জিপি প্রক্রিয়ায় প্রথমবার দরপত্র কার্যক্রম পরিচালনার জন্য তালিকাভুক্ত ঠিকাদারগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানে সহযোগিতা করে স্থানীয় সরকার বিভাগ ও সিপিটিইউ।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মাজাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন, তামান্না আক্তার হেনা, মো. মতিউর রহমান, মো. মুহিবুল হক, সায়্যিদ আহমদ সুহেদ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

আপনার মন্তব্য

আলোচিত