সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৭ ২০:৫২

নবনির্বাচিত চেম্বার নেতৃবৃন্দকে সিলেট প্রেসক্লাবের অভিনন্দন

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাাস্ট্রি'র নবনির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. লায়েছ উদ্দিন ও সহ-সভাপতি এমদাদ হোসেনসহ পরিচালকদের অভিনন্দন জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু অভিনন্দন বার্তায় প্রত্যাশা করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট চেম্বারের কার্যক্রম আরো গতিশীল ও সুসংহত হবে।

গত ২২ মে সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন পরিচালক নির্বাচিত হন।

 

আপনার মন্তব্য

আলোচিত