২৪ জুন, ২০১৭ ১৯:০৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিজ তহবিল থেকে শনিবার (২৪ জুন) চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান, সহকারী কমান্ডার নীলকান্ত সিংহ, সহকারী কমান্ডার সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত।
মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরের আহ্বায়ক আমিনুর রহমান পাপলু, সদস্য সচিব দেওয়ান তারেক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সদস্য জাবেদ হোসেন ময়না, ফিরোজুল হক, দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী, মেহেদী হাসান, ইরান মিয়া, মাসুম মিয়া, সাজুদ মিয়া, মামুন মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য