সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৭ ২০:০৩

‘সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নে সেবা প্রদান করলে দেশের উন্নয়ন সম্ভব’

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সেবা একটি মহৎ কাজ। লায়ন্স ক্লাব ১০০ বছরে মানুষের যে সেবা করেছে তা অনুকরণীয়। আমরা সবাই সেবা করতে চাই সকল সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নে সেবা প্রদান করলে নগর উন্নয়ন সহ দেশের উন্নয়ন সম্ভব।

শুক্রবার (৩০ জুন) রাতে সিলেট ষ্টেশন ক্লাবে সিলেট বেইসড লায়ন্স ক্লাবের উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১০০ বছর পূর্তি ও গভর্নর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি দেশের উন্নয়ন তথা নগর উন্নয়নে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য লায়ন্স ক্লাবদের এগিয়ে আসার আহবান জানান।

১০০ বছর পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন লায়ন্স গভর্নর লায়ন মোস্তফা জামাল এম, জে এফ।

লায়ন সাজোয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এর যৌথ পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবের প্রাক্তন জেলা গভর্নর  লায়ন ডা. আজিজুর রহমান, লায়ন এম.এস সেকিল চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট লায়ন খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি লায়ন ইকরামুল কবির, ১শ বছর পূর্তি উদযাপন কমিটির কো-চেয়ারম্যান লায়ন জোবায়ের আহমদ চৌধুরী, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আসমা কামরান, লায়ন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন সুলতান মাহমুদ।

লায়ন এম.এস চৌধুরী বাহার এর স্বাগত বক্তব্য শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লায়ন ডা. এ হাসান, লায়ন ডা. শামীমুর রহমান, লায়ন কাদের শিকদার, লায়ন ডা. সৈয়দ মুহাম্মদ খুসরু, লায়ন ইমরান আহমদ চৌধুরী, লায়ন ডা. তহুর আব্দুল্লাহ, লায়ন চন্দন সাহা, লায়ন পিন্টু চক্রবর্তী এম জে এফ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন গৌতম বনিক, লায়ন হুমায়ূন আহমদ, লায়ন মাসুম আহমদ, লায়ন আমিন উদ্দিন আহমদ, লায়ন এডভোকেট মঈন উদ্দিন আহমদ, লায়ন হাজী মিলাদ আহমদ প্রমুখ। লায়ন হুমায়ুন কবির এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শপথ পাঠ করেন, আরসি লায়ন আমিন উদ্দিন আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোস্তফা কামাল এম, জে এফ বলেন, লায়ন মানবিকতার উন্নয়নে কাজ করে। ১০০ বছর লায়ন ইজম ত্যাগের মহিমায় উজ্জীবিত করেছে। তিনি বলেন, তার গভর্নর এ কার্যক্রমের আধ্যাত্মিক নগরী সিলেট থেকে শুরু করেছিলেন এবং আজ গভর্নর শেষ কার্যক্রম সিলেটে করতে পেরে নিজেকে গৌরবান্বিত বলে উল্লেখ করেন।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১০০ বছর পূর্তি শেষ রাত্রি ও গভর্নর সংবর্ধনা উপলক্ষে সিলেট বেইসড লায়ন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। গভর্নর কার্য্যকালীন সময়ের শেষ রাত্রি উপলক্ষে কেক কাটা হয়। এসময় অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরন করা হয়। তাছাড়া সিলেট চেম্বার অব কমার্স এর নির্বাচনে সভাপতি সহ ৮জন লায়ন ডাইরেক্টর নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত