সংবাদ বিজ্ঞপ্তি

০৮ জুলাই, ২০১৭ ২০:০১

‘সকল ধর্মের ঊর্ধ্বে মানুষ, দাঁড়াতে হবে দুর্গত মানুষের পাশে’

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় মো. নিয়ামত উদ্দিন এর সভাপতিত্বে ও জাবেদ জাহাঙ্গীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার।

তিনি বলেন, সকল ধর্মের ঊর্ধ্বে মানুষ, মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তাই আমরা ঈদ- উল- ফিতরের পর একত্রিত হয়েছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করতে ছাত্রলীগের সব বর্ণের মানুষকে এক হতে হবে। আর এই সাম্প্রতিক সময়ের বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে নিজ নিজ স্থান থেকে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সদস্য এড. আব্দুল খালিক, এড. বিজিত তালুকদার, তপুর মিয়া মেম্বার, বুরহান উদ্দিন, জিল্লুর মিয়া, ওয়ালি উল্লা, জামাল উদ্দিন, বিপ্লব তালুকদার, শংকর তালুকদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, জয়াসিস লিটন, মাহাবুব মিয়া, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত