
৩১ আগস্ট, ২০১৭ ১০:৩৪
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ প্রদান উপলক্ষে জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগীতায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সুবীর কুমার ভট্টাচার্য্য।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল আলীম লিখিতভাবে সুবীর কুমার ভট্টাচার্য্যকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করেনে।
২০০৬ সালের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে যোগদান করেন। শিক্ষার মানোন্নয়ন ও তার বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তার এই কৃতিত্বের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক সমাজ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মন্তব্য