সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৭ ১৭:৩১

লায়ন্স ক্লাব সিলেটের ‘অক্টোবর সেবা মাস’ শুরু

বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাস-২০১৭’। এ উপলক্ষে সেবা মাসের প্রথম দিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রি চিকিৎসা প্রদান, লায়ন্স শিশু হাসপাতালের রোগীদের বিনামূল্যে খাবার বিতরণ  এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লায়ন্স শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান কার্যক্রমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় শাহী ঈদগাহের শাহী ঈদগাহ মিনার কমপ্লেক্স প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়।

এছাড়া লায়ন্স শিশু হাসপাতালে রোববার ভর্তিকৃত শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি করা হয়।

সেবা মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডাক্তার আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত, লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এম এ কাইয়ুম, লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারি লায়ন ইমরান আহমদ, ক্লাব সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস-২০১৭ এর চেয়ারম্যান লায়ন আব্দুল হামিদ, ট্রেজারার লায়ন এম মুহিত রহমান, জয়েন্ট ট্রেজারার লায়ন হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।

আপনার মন্তব্য

আলোচিত